Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নলডাঙ্গা রাজার মুন্দির
বিস্তারিত

কথিত আছে মুঘল সম্রাট আকবরের শাসন আমলে নলডাঙ্গা এলাকায় রাজত্ব করতেন রাজা প্রমথ ভুষন দেবরায় । এই অঞ্চলে তখন সনাতন সমপ্রদয়ের মানুষ বেশি বসবাস করতেন । তাই এই ধর্মের প্রচার-প্রসারের জন্য সম্রাটের পৃষ্টপষোকতায় রাজা প্রমথ ভুষন দেবরায়

নলডাঙ্গা গ্রামে ৭টি মুন্দির ( সিদ্ধেরশ্বরী কালী মুন্দির, লক্ষী মুন্দির, গণেশ মুন্দির, শিব মুন্দির, রামেশ্বরি মুন্দির, ব্রক্ষ্মা মুন্দির ও দূর্গা মুন্দির ) প্রতিষ্টা করেন । সেই সময় হতে আজ অব্দী সনাতন সমপ্রদয়ের মানুষ বিভিন্ন পূজা-আচর্না করে আসছে । এখানে প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বারের পুজা হয় । দুর-দুরান্ত থেকে আসা পূজার্থীগন পুজা দিয়ে থাকেন । মূন্দির গুলোর পাশেই আছে মহাশ্বাসন কালীকাদোহা, এখানে সনাতন সমপ্রদয়ের মানুষ মহাপূর্ণ গঙ্গা শ্বানান করে থাকে ।

 

যাতায়াতঃ

ঝিনাইদহ জেলা শহর ( হাটের রাস্থা ও পুরাতন চুয়াঢাঙ্গা বাস স্ট্যান্ড ) হতে ইজিবাইক বা সিএনজি করে তেতুলতলা বাজার হয়ে নলডাঙ্গা রাজার মূন্দিরে আসা যায় । খরচ হবে মাত্র ২০-৩০ টাকা মাত্র ।

অথবা,

কালীগঞ্জ উপজেলা শহর বাস স্ট্যান্ড হতে রিক্সা চড়ে নলডাঙ্গা স্ট্যান্ডে আসতে হবে ।

তারপর স্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন ও আলমসাধু চড়ে নলডাঙ্গা রাজার মূন্দিরে আসা যায় । খরচ হবে মাত্র ২০-২৫ টাকা মাত্র । 

অথবা,

 মাগুরা জেলা শহর হতেও এখানে আসা যায় । মাগুরা থেকে বাসে চড়ে হাটগোপালপুর আসতে হবে । হাটগোপালপুর থেকে স্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন ও আলমসাধু চড়ে রবি নারকেলবাড়িয়া আসতে হবে । নারকেলবাড়িয়া থেকে স্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন ও আলমসাধু চড়ে নলডাঙ্গা রাজার মূন্দিরে আসা যায় । খরচ হবে ৫০-৭০ টাকা মাত্র ।